জোবায়ের আহম্মেদ অভি: ভোট জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করে অভিযোগকারীদের ভোটের হারের দিকে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচনে ৪৪% ভোট পড়ার চিত্র তুলে ধরে তিনি বলেছেন, “কারচুপি হলে এত কম ভোট হবে কেন?”
বুধবার গণভবনে ঢাকা উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে অনুষ্ঠানে অভিযোগকারীদের উদ্দেশে এই প্রশ্ন রাথেন আওয়ামী লীগ সভানেত্রী।
মঙ্গলবার ভোটগ্রহণের মাঝপথে জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিন সিটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা।