আমিরাতে এইচএসসি পরীক্ষা শুরু

HSC20170402165208সংযুক্ত আরব-আমিরাতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষা শুরু অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ এপ্রিল) আমিরাতে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ও রাস আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাস আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথম দিন বাংলাদেশের সঙ্গে মিল রেখে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশি দুইটি স্কুলে মোট ৩৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২০ জন ছাত্র ও ১৬ জন ছাত্রী।

শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৪ পরীক্ষার্থী অংশ নেয়।এর মধ্যে ১২ জন ছাত্র ও ১২ জন ছাত্রী। অন্যদিকে রাস আল-খাইমাহ্ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮ জন ছাত্র ও ৪ জন ছাত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.