‘সস্তা’ বিমান টিকেটে অন্য দেশে ডাচ ছাত্র

1491128582নেদারল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার সিডনি যাওয়ার জন্য সস্তার বিমান টিকেট খুঁজছিলেন ডাচ ছাত্র মিলান শিপার। কিন্তু সস্তা বিমান টিকেট তাকে অস্ট্রেলিয়ার বদলে নিয়ে গেল কানাডার নোভা স্কশিয়া অঙ্গরাজ্যের সিডনি শহরে!

শিপারের পরিকল্পনা ছিল বিমান থেকে নেমে সোজা সিডনির নয়নজুড়ানো সমুদ্র সৈকতে চলে যাবেন। কিন্তু তার পরিবর্তে পাতলা একটি জ্যাকেট গায়ে বিমান থেকে নেমেই তিনি পড়েন প্রায় তুষারঝড়ের মতো এক পরিস্থিতিতে। কানাডার টরন্টোতে পৌঁছানোর পর যখন তাকে এয়ার কানাডার ছোট একটি বিমানে ওঠানো তখনি তার সন্দেহ হয় যে কিছু একটা বোধহয় ভুল হচ্ছে।

কানাডার টেলিভিশন সিবিসিকে দেয়া সাক্ষাতকারে শিপার বলেন, তিনি বিমানের ঐ টিকেটটি কিনেছিলেন কারণ তার দাম ছিল অন্যান্য টিকেটের তুলনায় কম। তবে এই প্রথম কোন পর্যটক এই ভুল করেনি। ২০০২ সালে তরুণ এক ব্রিটিশ যুগলও একই ভুল করেছিল। ২০০৯ সালে আরেক ডাচ ভদ্রলোক তার ছেলেকে নিয়ে এখানে পৌঁছান এবং ২০১০ সালে কয়েকজন ইতালিয়ান পর্যটকও একই ভুল করেন।

শিপার কানাডার নোভা স্কশিয়া অঙ্গরাজ্যের সিডনিতে পৌঁছানোর পর বিমানের কর্মীরা তাকে টরন্টোতে ফিরে যাওয়ার টিকেট নিতে সাহায্য করেন। যাতে তিনি সেখান থেকে নেদারল্যান্ডে ফিরে যেতে পারেন। শিপারের বাবা সিবিসির সাথে সাক্ষাতকারে বলেন, আমস্টারডামের বিমানবন্দর থেকে ছেলেকে নিয়ে বাসায় ফেরার সময়টা তিনি ‘প্রচুর হেসেছেন’। বিবিসি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.