বাংলাদেশে মধ্যরাতে ছয় ঘন্টা বন্ধ থাকবে ফেসবুক

1491207292শিক্ষার্থী ও তরুণদের ক্ষতির আশঙ্কায় মধ্যরাতে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার বিষয়ে ভাবছে সরকার। এ বিষয়ে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মতামত চেয়ে চিঠি দেয়া হয়েছে।

টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসির মতামত চেয়ে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব সারওয়ার আলম। মতামত পাওয়ার পরই এ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

জানা গেছে, গতবছর জেলা প্রশাসক সম্মেলনে একটি প্রস্তাব এসেছিল। শিক্ষার্থী ও তরুণদের ক্ষতির কথা তুলে ধরে সেখানে বলা হয়েছিল- মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা যায় কি না। সেই প্রস্তাবের ভিত্তিতেই গত সপ্তাহে ২৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ ওই চিঠি পাঠায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.