১০০ পাসপোর্টসহ বাংলাদেশি যাত্রী গ্রেপ্তার

indexvedkfeihfজোবায়ের আহম্মেদ অভি: গতকাল ভোররাতে কাস্টমস কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হল থেকে একশ বাংলাদেশি পাসপোর্টসহ মনজুরুর হক নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। উক্ত পাচারকারী মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান আরডি-১৬১-এ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। কাস্টমস কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত যাত্রীবেশি পাচারকারীর ওপর নজরদারি করতে থাকে। কাস্টমস হলে আসার পর তাকে গ্রেপ্তার করে তার স্বীকারোক্তিতে ল্যাগেজের ভেতর পেপারের কাটনের ভেতর বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১০০ পাসপোর্ট উদ্ধার করে। কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মহিউদ্দিন জানান, ওই যাত্রী স্বীকার করেন যে, মালয়েশিয়া থেকে একব্যক্তি তাকে উক্ত পাসপোর্টগুলো বাংলাদেশে এক ব্যক্তিকে পৌঁছে দেয়ার জন্য দেয়।
তিনি জানান, উদ্বারকৃত পাসপোর্টগুলো মালয়েশিয়ায় প্রিন্ট করা। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলে জানান ওসি তদন্ত। এদিকে গতকাল দুপুরে আর্মড পুলিশ বিমানবন্দরের ১নং ক্যানোপি এলাকায় অভিযান চালিয়ে ৩৯০ গ্রাম সোনার বারসহ পাচারকারী বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারেও বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.