ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) বিভিন্ন দেশের ১৫০ জন সদস্য কুমিল্লায় আসছেন বুধবার। কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), শালবন বিহার ও জাদুঘরসহ প্রত্নতাত্ত্বিক এলাকা পরিদর্শন করে দিনভর ব্যস্ত সময় কাটাবেন তারা। এ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
জানা গেছে, ঢাকায় আইপিইউর ১৩৬তম অ্যাসেম্বলিতে অংশগ্রহণকারী ১৫০ সদস্যের একটি দল বুধবার সড়ক পথে বাসযোগে ঢাকা থেকে কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বেলা ১১টায় পৌঁছবেন। তারা বেলা সাড়ে ১১টার দিকে বার্ড মিলনায়তনে ড. আখতার হামিদ খানের ‘কুমিল্লা পদ্ধতি’ এবং বার্ডের কার্যক্রমসহ জেলার প্রত্নতাত্ত্বিক নির্দশন নিয়ে প্রেজেন্টেশন, ১২টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
বেলা সাড়ে ১২টার দিকে তারা বার্ড পরিদর্শন করবেন। এরপর বার্ড ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজ শেষে বেলা সোয়া ২টার দিকে ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন করবেন। বিকেল ৪টায় তারা বার্ডে চা-চক্র শেষে ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা ছেড়ে যাবেন।
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, আইপিইউ সদস্যদের নিরাপত্তার জন্য জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে পোষাকধারী ১ হাজার ১৬১ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ প্রায় দেড় হাজার সদস্য নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।