সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং ঢাবি এর মধ্যে চুক্তি স্বাক্ষর

1491398284ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড-এর জেনারেল ম্যানেজার টুই মিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আজ বুধবার এই চুক্তিতে স্বাক্ষর করেন।

উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

আজ এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, এই চুক্তির আওতায় সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্টাফ এবং তাদের স্ত্রী-সন্তানদের ঢাকা-সিঙ্গাপুর ও ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশ ভ্রমণে বিমান ভাড়ার ক্ষেত্রে ডিসকাউন্ট দেবে। ডিসকাউন্ট সুবিধাপ্রাপ্তদের তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরবরাহ করবে।-বাসস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.