আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না।
বৃহস্পতিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের ৮ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
হানিফ বলেন, জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা হলে দালাল আইন উঠিয়ে দিয়ে ১১ হাজার রাজাকার আল-বদরদের মুক্ত করে দিতেন না। তিনি আব্দুল আলীমকে মন্ত্রী বানিয়ে তার হাতে দেশের পবিত্র পতাকা তুলে দিয়ে মহান মুক্তিযুদ্ধকে আঘাত করেছেন।
ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রলীগের কর্মীদের স্লোগানের রাজনীতি করলে হবে না। তাদেরকে ইতিহাসের জ্ঞানের রাজনীতি করতে হবে। আজ বিএনপি নেতাকর্মীরা ইতিহাসকে বিকৃত করছে। ছাত্রলীগের দায়িত্ব হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস পৌঁছে দেয়া। কষ্টকর হলেও সত্য যে, আমরা ছাত্রলীগের কর্মীদের থেকে এটা পাচ্ছি না।
ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের সঞ্চালনায় সম্মেলনের উদ্ধোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এছাড়াও সম্মেলনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।