আইসিটি শিল্পের বিকাশে দেশের বিভিন্ন স্থানে আইটি পার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উদামদী এলাকায় প্রস্তাবিত আইটি পার্কের জায়গা পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে আইটি পার্ক নির্মাণ হলে এই আইটি পার্কগুলো বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং দেশীয় আইসিটি শিল্পের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।’
শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার ও ল্যাবে কম্পিউটার ব্যবহারে কোনো অসংগতি বা অবহেলা দেখা দিলে তা তুলে ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমরা চাই সব ধরনের অসংগতি দূর করতে।’
চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. রুহুল আমীন।