ফুটপাত ও রাস্তার উপর অবৈধভাবে গাড়ি পার্ক করায় পাঁচ চালককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় গুলশান ৫০ নম্বর রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা সময় এ জরিমানা করেন। প্রত্যেকের কাছ থেকে নিয়ে নেওয়া হয় গাড়ির চাবি। জরিমানা অনাদায়ে প্রত্যেককে দেওয়া হয়েছে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
জরিমানার বিষয়ে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো এবং একইসঙ্গে ট্রাফিক আইন ভঙ্গ করায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর অধীনে পাঁচটি প্রাইভেটকারের প্রত্যেক চালককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের আগেই ওই এলাকায় সবাইকে সতর্ক করা হয়েছিল। তারা কেউ শোনেনি। তাই প্রত্যেককে জরিমানা করা হয়েছে। জরিমানা দিলে তাদের ছেড়ে দেওয়া হবে।
ডিএনসিসির এ অভিযান সব এলাকায় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
যেসব গাড়ির চালককে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- ঢাকা মেট্রো ঘ-১৩-৫৬৯৬, ঢাকা মেট্রো গ-২৯-৪৯০৭, ঢাকা মেট্রো চ-৫৩-৩৭৯৬ । এসব গাড়ির মালিক ও চালকদের ডিএনসিসি কার্যালয়ে যেতে দেখা যায়।