দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং নানা জল্পনা কল্পনা শেষে কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে তারা তাদের বিস্ফোরণ কেলেঙ্কারিতে বহুল আলোচিত নোট ৭ ফোনকে রিফারবিশড হিসেবে বাজারে ফিরিয়ে আনবে। ভিয়েতনামের একটি ওয়েবসাইটে সম্প্রতি এই রিফারবিশড ফোনের ছবি ও কিছু তথ্য ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া তথ্য মতে, রিফারবিশড নোট ৭ এর নতুন নাম হবে গ্যালাক্সি ‘নোট ৭আর’। এসএম-এন৯৩৫ মডেলের এই ফোন বাহ্যিকভাবে দেখতে আগের নোট ৭ এর মতোই। তবে আগের ৩৫০০ এমএএইচ ব্যাটারি কমিয়ে ৩২০০ এমএএইচ ব্যাটারি করা হয়েছে। এ ছাড়া ছবিতে আরও দেখা গেছে, ফোনটি অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০ অপারেটিং সিস্টেমের এবং ফার্মওয়্যার ও কার্নেল বিল্ড তারিখ ২০১৭ এর ফেব্রুয়ারি।
এর আগে স্যামসাং জানিয়েছিল, রিফারবিশড নোট ৭ ফোনটি যুক্তরাষ্ট্র এবং কানাডার বাজারে উন্মুক্ত করা হবে না। তবে দাম এবং অন্যান্য বিস্তারিত কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।