গত শনিবার নয়াদিল্লির একটি নাইট ক্লাবে গিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন। সেখানে এক ভক্ত তার ছবি তোলেন। সেই মুহূর্তে ওই ব্যক্তির হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে অর্জুন মাটিতে আছড়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ উঠেছে।
ঐ ব্যক্তি শারীরিক নিগ্রহ করার দায়ে অর্জুন রামপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে। লিখিত অভিযোগে ঐ ব্যক্তি জানান, ওই সময় পুলিশের কোনও সাহায্য পাননি তিনি। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেতার কাছ থেকে।
গত মার্চে ঠিক এ ধরনের ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত। আগরায় শুটিং চলাকালীন তিনি মেজাজ হারিয়ে ফেলেন বলে অভিযোগ করা হয়েছিল। যদিও পরে গোটা ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন সঞ্জয় দত্ত।