পরিচালকদের প্রেমে পড়েন তিনি

parineeti-bg120170409173239সবসময় পরিচালকদের প্রেমে পড়েন তিনি। এর আগে ‘লেডিস ভার্সেস রিকি ভেল’ ও ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবির পরিচালক মনীশ শর্মার প্রেমে পড়েছিলেন পরিণীতি চোপড়া। সে সম্পর্ক ভেঙেও গিয়েছে। আবার না-কি প্রেমে পড়েছেন তিনি। এবারও তার প্রেমিক এক সহকারী পরিচালক!

সম্প্রতি মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে পরিণীতি ও তার নতুন প্রেমিককে। এর আগে মনীশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ‘কফি উইথ করণ’-এ প্রশ্ন করা হলে পরি বলেছিলেন, “আমাদের ডেটিং নিয়ে প্রচুর গুজব ছিলো। আমার মনে হয়, এখন আর সে সব গুজব নেই। নতুন গুজব হলো, আমি না-কি সম্পর্ক ভাঙার পর খুব ভেঙে পড়েছি।”

‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিণীতি চোপড়া। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আয়ুশমান খুরানা। আগামী ১২ মে মুক্তি পাবে ছবিটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.