স্কুল খুলতে যাচ্ছেন বিপাশা

bipashaবলিউড অভিনেত্রী বিপাশা বসু কয়েক বছর ধরে ফিটনেস–বিষয়ক সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন। তবে এবার মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণের স্কুল খুলতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

ভারতে নারীদের হয়রানির বিষয়টি দিনদিন বেড়েই চলেছে। এ নিয়ে চিন্তিত বিপাশা বসু। তিনি মনে করেন যে, ধর্ষণ সমাজের একটি বড় অপরাধ। এই চিন্তা থেকেই এর প্রতিবাদে এগিয়ে আসেন আবেদনময়ী নায়িকা।

এক গণমাধ্যম সূত্রে জানা যায়, তিনি দিল্লি, মুম্বাই ও কলকাতায় খুলতে যাচ্ছেন মার্শাল আর্ট প্রশিক্ষণের এই স্কুল। স্কুলগুলোতে ১৩ থেকে ৩০ বছরের মেয়েদের শেখানো হবে কিক-বক্সিং, ইসরায়েলি মার্শাল আর্ট ক্রাব মাগা এবং এর আরও বেশ কয়েক ধরনের আত্মরক্ষার কৌশল।

বেশ কয়েকটি কোর্স চালু করা হবে স্কুলগুলোতে। ক্র্যাশ কোর্স থেকে শুরু করে পরিপূর্ণ প্রশিক্ষণ কোর্সও থাকবে। এছাড়াও মেয়েদের মৌলিক কিছু চাহিদাও পূরণ করবে।

বিপাশা মনে করেন, নিজের নিরাপত্তার খাতিরে প্রতিটি মেয়েরই আত্মরক্ষার কৌশলগুলো জেনে রাখা অাবশ্যক।

সূত্র: বিহাইন্ডউডস

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN