ছেলের দায়িত্ব নেব, অপুরটা ভেবে দেখব: শাকিব

sk-apu2দীর্ঘদিন আড়ালে থাকার পর সন্তান নিয়ে সবার সামনে এসেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে ২০০৮ সালের ৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা।

ইসলাম ধর্মমতে গুলশানে শাকিব খানের বাসায় বিয়ে হয় তাদের। কাবিননামায় অপুর নাম লেখা হয় অপু ইসলাম খান।

আট বছর পর শাকিব-অপু দম্পতির কোলজুড়ে আসে একটি ছেলে সন্তান। নাম আব্রাহাম খান জয়। গত বছরের সেপ্টেম্বর মানে কলকাতার একটি ক্লিনিকে এই ছেলে সন্তানের জন্ম দেন অপু।

বিয়ের নয় বছর পর্যন্ত বিষয়টি গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু। শাকিব খানের অনুরোধেই বিষয়টি গোপন রাখা হয়।

সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব জানান অপু।

বিয়ে ও সন্তানের বিষয়টি স্বীকারও করেছেন শাকিব খান। তবে মানসিকভাবে ভেঙে পড়েছেন নায়ক। শাকিব খান যুগান্তরকে বলেন, ‘সন্তানের দায়িত্ব নেব। তবে অপুর বিষয়টা ভেবে দেখব।’

তিনি বলেন, ‘এক সপ্তাহ পর বিষয়টি সবার সামনে জানানোর কথা ছিল। কিন্তু কার ইন্ধনে অপু এভাবে আজ বিষয়টি লাইভে এসে বলেছে তা আমার জানা নেই।’

শাকিব খান জানান, গত পরশুও সন্তানের ব্যয়ভার বহনের জন্য ১২ লাখ টাকা অপুকে দিয়েছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.