শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জিপির ১৭ কোটি টাকা অনুদান

GP-640জোবায়ের আহম্মেদ অভি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১৭ কোটি ৩৪ লাখ টাকা অনুদান দিয়েছে গ্রামীণফোন। গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহাম্মদ শাহেদ ও চিফ কর্পোরেট এ্যাফেয়ার অফিসার মাহমুদ হোসাইন বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর হাতে ওই পরিমাণ অর্থের একটি চেক তুলে দেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শ্রম আইন অনুযায়ী উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের লভ্যাংশের ৫ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে। বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.