মোহামেদ সালাহর গোলে নকআউট পর্বে লিভারপুল।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলতে হলে লিভারপুলের দরকার জয়। আর গতকাল বাঁচামরার এমন ম্যাচে জ্বলে উঠলেন তুরুপের তাস মোহামেদ সালাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আলো ছড়ালেন তিনি। তার একমাত্র গোলেই নাপোলিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে অলরেডরা।
গতকাল মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকে নাপোলিকে চাপে রাখে লিভারপুল। তবে গোলের দেখা না মিললেও প্রথমার্ধের শেষ দিকে ৩৪ মিনিটে মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। জেমস মিলনারের পাস ধরে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান সালাহ। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই বিরতিতে যায় তাঁর দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধারা সচল রাখে লিভারপুল। বাকি ৪৫ মিনিট বেশ কয়েকটি দারুণ সুযোগ পায় অলরেডরা। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। অপরদিকে নাপোলিও কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
এ জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠে গেল লিভারপুল। আর হারে ইউরোপা লিগে নেমে গেল নাপোলি।