পদ্মার পাড়ে আন্তর্জাতিক বিমানবন্দর হবে’

Bangladesh Ferry Accidentজোবায়ের আহম্মেদ অভি: পদ্মা সেতুর নির্মাণকাজ শেষে পদ্মার পাড়ে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘মাওয়া ও জাজিরার ২ প্রান্তে চার লেন সড়ক নির্মাণ করা হবে। সিডিউল অনুযায়ী পদ্মা সেতুর নির্মাণকাজে আমরা একদিনও পিছিয়ে নেই।’

বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় পদ্মা সেতুর নির্মাণকাজের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পরীক্ষামূলক পাইলিং চলছে, আগামী অক্টোবরে মূল সেতুর কাজ শুরু হবে। নদী শাসনের কাজে ড্রেজারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি চলে এসেছে। পরীক্ষামূলকভাবে ব্লক তৈরির কাজ শুরু হয়েছে।’

এ সময় সড়ক ও জনপথ এবং সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.