এভিয়েশন নিউজ: যুক্তরাষ্ট্রের ভিসায় কিছু বাড়তি সুবিধা পাবেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সদস্যরা। মার্কিন দূতাবাস-আইবিএফবি বাণিজ্যিক ভিসা প্রোগ্রামের আওতায় এ সুবিধা দেওয়া হবে বলে আইবিএফবি জানিয়েছে।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার সেকশন আইবিএফবির সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এই বিজনেস ভিসা প্রোগ্রাম (বিভিপি) চালু করতে যাচ্ছে।
আগামী জুনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে বলে আইবিএফবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাসের দ্বিতীয় সচিব ফারম্যান বেঞ্জামিন আইবিএফবির কাছে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইবিএফবির সদস্যভুক্ত বিভিপি আবেদনকারী ব্যবসায়ী আইবিএফবি হতে রেফারেন্স লেটার নিয়ে বিদ্যমান প্রক্রিয়ায় আবেদন করলে দুই কর্মদিবসের মধ্যে ভিসার জন্য সাক্ষাৎকারের সুবিধা পাবেন।
এ ছাড়া আইবিএফবির সদস্যভুক্ত একজন ব্যবসায়ী তিন কর্মদিবসের মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা নবায়ন করতে পারবেন। এ ছাড়া বিভিপি আবেদনকারী ব্যক্তির পরিবারের সদস্যরাও এই কর্মসূচির আওতায় একই সঙ্গে ভিসার জন্য আবেদন ও যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার সুযোগ পাবেন।