নতুন সিনেমার শুটিংয়ে থাইল্যান্ডে মিম

নতুন সিনেমার শুটিংয়ে থাইল্যান্ডে মিম।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম এই মুহুর্তে থাইল্যাণ্ডের ব্যাংককে আছেন একটি নতুন সিনেমার শুটিং-এ। সিনেমার নাম ‘থাই কারি’। এটি নির্মাণ করছেন কলকাতার অঙ্কিত আদিত্য। ছবিটিও কলকাতার প্রযোজনায় নির্মিত হচ্ছে।

‘থাই কারি’ সিনেমায় মিমের বিপরীতে আছেন সোহম। এর আগে মিম ও সোহম একসঙ্গে ‘ব্ল্যাক’ সিনেমায় অভিনয় করেছিলেন। সম্প্রতি শেষ করেছেন দেশীয় প্রযোজনার ছবি ‘সাপলুডু।’ এই ছবিতে আরো অভিনয় করছেন আরিফিন শুভ।

মিম বললেন, ‘সাপলুডু সিনেমার কাজ যেদিন শেষ করলাম সেদিনই এই সিনেমায় কাজ করার প্রস্তাব এসেছে। আগামী একমাস টানা শুটিং চলবে। আমি ফিরবো আগামী ১ জানুয়ারি। গত মঙ্গলবার এখানে এসেই পরেরদিনই শুটিংয়ে যোগ দিয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হচ্ছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.