প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনের নির্বাচনগুলো নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধভাবে অনুষ্ঠানের বিষয়ে তাগাদা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি সদ্য সমাপ্ত সিটি নির্বাচনের অনিয়ম সম্পর্কে যুক্তরাষ্ট্রের অসন্তোষের কথাও প্রধানমন্ত্রীকে জানিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান শুক্রবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন।
এর আগে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ অংশীদারিত্ব সংলাপ শুক্রবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে অনুষ্ঠিত অংশীদারিত্ব সংলাপে ঢাকার পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান নেতৃত্ব দেন।
আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে গত রাতের (বৃহস্পতিবার) বৈঠক এবং আজ (শুক্রবার) অংশীদারিত্ব সংলাপেও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে আমরা বলেছি, সামনের নির্বাচনগুলো যাতে নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়টি নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘সিটি নির্বাচনে যে অনিয়ম হয়েছে এবং তাতে যে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানান হয়েছে। আমরা আশা করব, নির্বাচনের কারচুপির বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত হবে। যাতে সামনের দিনের উন্নয়নের গতি মসৃণ হয়।’
ওয়েন্ডি শারম্যান বলেন, ‘সিটি নির্বাচনের নানা অনিয়ম এবং মাঝপথে বিএনপি নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় আমরা আশাহত হয়েছি। আমরা এখনও একটি দীর্ঘমেয়াদী সমাধান আশা করি, যেখানে সকল দল সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। যেখানে বাংলাদেশী জনগণ শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে।’