নৌকায় ভোট চাইলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
লাক্স সুন্দরী ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, আমার কাছে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাই তার নেতৃত্বেই আমি বাংলাদেশের পক্ষে। সম্প্রতি এক ভিডিওবার্তায় এসব কথা বলেছেন এই লাক্স সুন্দরী।
বাঁধন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে দেখেছিলেন হাজারো স্বপ্ন। বঙ্গবন্ধুর দেখা হাজারো স্বপ্ন এক এক করে বাস্তবায়ন হতে দেখেছি আমরা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। তাই এই উন্নইয়নের রক্তিম আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে।
আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হোক এমন প্রত্যাশা করি। কারণ, এবারের নির্বাচনে সব দল অংশগ্রহণ করেছে। এতে করে নির্বাচনে সবার ভোট প্রদানের একটি আমেজ লক্ষ্য করা যাবে। জয়-পরাজয় ভিন্ন কথা। নির্বাচন নিয়ে কথা বলছেন শোবিজ অঙ্গনের মানুষেরাও।