বিমানের কেবিন ক্রু নির্বাচনে দস্তগীর-ইউসুফ প্যানেলের অভাবনীয় জয়
বাংলাদেশ বিমান ফ্লাইং সার্ভিস এসোসিয়েশন অব কেবিন ক্রু (বিবিএফএসএসিসি) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দস্তগীর। অপর দিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউসুফ। সভাপতি পদে দস্তগীর পেয়েছেন ১৯৯ ভোট। অপর দিকে তার প্রতিদ্বন্ধী তাইমুর পেয়েছেন মাত্র ৮২ ভোট। সাধারণ সম্পাদক পদে ইউসুফ পেয়েছেন ১৮১ ভোট। তার প্রতিদ্বন্ধি ওয়াসিক পেয়েছেন ১০১ ভোট।
দস্তগীর-ইউসুফ প্যানেলের নির্বাচিত অপর কর্মকর্তা-সদস্যরা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিশি। তিনি পেয়েছেন ১৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আবীর পেয়েছেন ১২৮ ভোট। ভাইস প্রেসিডেন্ট-২ পদে নির্বাচিত হয়েছেন তৌফিক। তিনি পেয়েছেন ১৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী নীপা পেয়েছেন ১০৮ ভোট। জয়েন্ট জেনারেল সেক্রেটারি-১ পদে নর্বাচিত হয়েছেন আনোয়ার। তিনি পেয়েছেন ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ডিউক পেয়েছেন ১২৪ ভোট।
জয়েন্ট জেনারেল সেক্রেটারি-২ পদে নির্বাচিত হয়েছেন লিপু। তিনি পেয়েছেন ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী রেফাজ পেয়েছেন ১০৯ ভোট। এই পদে মোট প্রার্থী ছিলেন ৩ জন। তৃতীয় প্রতিদ্বন্ধী প্রার্থী বাবু পেয়েছেন মাত্র ২৯ ভোট। অর্গানাইজিং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন দস্তগীর-ইউসুফ প্যানেলের আরেক জনপ্রিয় প্রার্থী তপু। তিনি পেয়েছেন ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী লোটাস পেয়েছেন ১২১ ভোট। ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন প্যানেলের আরেক জনপ্রিয় প্রার্থী নূর নবী। তিনি পেয়েছেন ১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী খাজা পেয়েছেন মাত্র ৯৪ ভোট।
এক্সিকিউটিভ মেম্বার পদে নির্বাচিত হয়েছেন লীমা। তিনি পেয়েছেন ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী হাসনা পেয়েছেন ১১০ ভোট।
নির্বাচন কমিশন সুত্রে জানাগেছে এবারের নির্বাচনে ২৮৯ ভোটারের মধ্যে মোট কাস্ট হয়েছে ২৮২ ভোট। ৭টি ভোট কাস্ট হয়নি।