গৌরীই ‘চিরন্তন’, প্রকাশ্যে স্বীকার করলেন শাহরুখ

গৌরীই ‘চিরন্তন’, প্রকাশ্যে স্বীকার করলেন শাহরুখ।

ঈশা আম্বানির সঙ্গীতে শাহরুখ গৌরীর নাচ এখন বারবার আলোচনায় উঠে আসছে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখ-গৌরীর সেই নাচের ভিডিও এবং ছবি। যদিও ঈশা- আনন্দের সঙ্গীতে শুধু শাহরুখ-গৌরীই নন, নাচতে দেখা গেছে অভিষেক-ঐশ্বরিয়া, সালমান খান, প্রিয়াঙ্কা সহ আরও অনেককেই। যদিও এই সমস্ত তারকাকে ছাপিয়ে গিয়ে খুব স্বাভাবিক ভাবেই সকলের নজর গিয়ে পড়ে বলিউডের কিং শাহরুখ ও তার স্ত্রী গৌরী নাচের দিকেই।
জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, ভাইরাল হওয়া সেই নাচের ছবি টুইট করেন গৌরী। লেখেন, ‘প্রায় কয়েক শতক পর আবারও স্টেজে। ফাল্গুনী ও শানে পিককের ডিজাইনার পোশাকে। তারা জানে যে কীভাবে পোশাককে চিরন্তন ও সুন্দর করে তোলা যেতে পারে।’

গৌরীর এই টুইটের রিপ্লাইয়ে শাহরুখ গৌরীর উদ্দেশ্যে লিখেছেন, ‘তুমিই চিরন্তন।’ অর্থাৎ শাহরুখের কথায় পোশাক নয়, গৌরীই চিরন্তন সুন্দরী।
প্রসঙ্গত, গৌরীর সঙ্গে শাহরুখকে স্টেজে নাচতে দেখা গেছে এমনটা হয়ত কারোই মনে পড়ে না। তবে শাহরুখ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, শিমক দাভারে ডান্স ক্লাসে তিনি গৌরীর সঙ্গে নাচের প্রশিক্ষণ নিতেন। মুম্বাই মিররকে শাহরুখ জানিয়েছেন, ‘গৌরী, অল্প বয়সে বলিউডের কোরিওগ্রাফার শিমক দাভারের কাছে নিয়মিত নাচের প্রশিক্ষণ নিতেন। তবে ও স্টেজে নাচলো প্রায় ১০-১২ বছর পর। সত্যিই বিষয়টা ভীষণ সুন্দর। আমি সাধারণত আমার নায়িকাদের সঙ্গে নাচ করার জন্য আগে থেকে অভ্যাস করি না। তবে এবার গৌরীর সঙ্গে প্র্যাকটিস করেছি। এটা অবশ্যই করাও উচিত। বিশেষ করে যখন কারোর স্ত্রী প্রশিক্ষিত নৃত্যশিল্পী হয়।’

প্রসঙ্গত, শাহরুখের সঙ্গে বিয়ের আগে শিমক দাভারের সঙ্গে নাচ শিখতেন গৌরী ছিব্বর (বিয়ের আগের পদবী) তখন গৌরীর সঙ্গে দেখা করার জন্য শিমকের ডান্স ক্লাসের বাইরে গৌরীর জন্য ঠায় দাঁড়িয়ে থাকতেন শাহরুখ। এ কথা গত দুছর আগে কোরিওগ্রাফার শিমকই একবার টুইট করে জানিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.