ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা পাঁচে মোস্তাফিজ

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) তথ্য অনুসারে ওয়ানডেতে ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের সেরা পাঁচে বাংলাদেশ সেরা এই পেসার।

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫ উইকেট শিকার করে ২৪ রেটিং পয়েন্ট পেয়েছেন মোস্তাফিজ। সেই সুবাদে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন ‘দ্যা ফিজ’ খ্যাত এই পেসার।

শুধু মোস্তাফিজই নন, ক্যারিবীয়দের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ৬ উইকেট শিকার করা মেহেদি হাসান মিরাজ ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৮তমস্থানে উঠে এসেছেন। এছাড়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সিরিজে ৬ উইকেট শিকার করে ১০ ধাপ এগিয়ে ২৩তম।

৮৪১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে ভারতের পেসার যশপ্রীত বুমরাহ। ৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ৭২৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ভারতের বাঁ-হাতি চায়নাম্যান বোলার কুলদিপ যাদব। ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে চারে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে মোস্তাফিজ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.