অনলাইন ডেস্ক: এ বছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ প্রথম তিন মাসে অ্যাপলকে হটিয়ে স্মার্টফোনের বাজারে আবার শীর্ষে ফিরেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি এ তথ্য জানিয়েছে। আইডিসির তথ্য অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর বাজারে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি বেশি হওয়ায় অ্যাপলকে টপকে গেছে স্যামসাং। খবর এএফপির।
আইডিসির গবেষকেরা জানিয়েছে, এ বছরের প্রথম তিন মাসে আট কোটি ২৪ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং এবং বাজারের সাড়ে ২৪ শতাংশ দখল করেছে।
গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরে যদিও স্যামসাং সাত শতাংশ কম স্মার্টফোন বিক্রি করেছে, এরপরও অ্যাপলকে টপকে গেছে। এর কারণ হচ্ছে, ২০১৪ সালের শেষ প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে আইফোন বিক্রিও কিছুটা কমে গেছে। এ বছরের প্রথম প্রান্তিকে ছয় কোটি ১২ লাখ ইউনিট আইফোন বিক্রি হয়েছে। বর্তমানে স্মার্টফোন বাজারের ১৮ দশমিক দুই শতাংশ অ্যাপলের দখলে।
বাজার গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন বিক্রির মৌসুম ও অন্যান্য বেশ কয়েকটি বিষয় স্যামসাংয়ের ফোন বিক্রিতে প্রভাব ফেলেছে। সম্প্রতি গ্যালাক্সি সিরিজে এস ৬ ও এস ৬ এজ নামে নতুন দুটি স্মার্টফোন উন্মুক্ত করেছে স্যামসাং।
গত বছরের শেষ প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে স্মার্টফোনের বাজারে অ্যাপল এবং স্যামসাং বাজার দখলের দিক থেকে ও স্মার্টফোন বিক্রির দিক থেকে সমান অবস্থানে চলে এসেছিল। একাধিক জরিপের ফল অনুযায়ী, ওই সময় অ্যাপল ও স্যামসাং দুটি প্রতিষ্ঠানেরই ২০ শতাংশ বাজার দখলে ছিল।আইডিসির বিশ্লেষক অ্যান্থনি স্কারসেলা জানিয়েছেন, ক্রমাগত আইফোন ৬ ও ৬ প্লাসের চাহিদা বাড়লেও ২০১৪ সালের শেষ প্রান্তিকে স্যামসাংকে অ্যাপল যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এ বছরের প্রথম প্রান্তিকে এসে স্যামসাং তাতে অনেকখানি এগিয়ে গেছে। স্যামসাংয়ের মিড রেঞ্জ বা মাঝারি দামের ও সাশ্রয়ী স্মার্টফোনগুলো স্যামসাংকে এগিয়ে রেখেছে।
আইডিসির তথ্য অনুযায়ী, স্যামসাং ও অ্যাপলের পর স্মার্টফোনের বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের লেনোভো। এরপরের অবস্থানে রয়েছে হুয়াউয়ে ও এলজি। এক বছর আগের তুলনায় স্মার্টফোন বিক্রি ১৬ দশমিক সাত শতাংশ বেড়েছে।
আরও খবর