১১ মে স্থগিত তিন কেন্দ্রের পুনঃভোট

EC_logo_banglanews24_618803219ঢাকা: আগামী ১১ মে (সোমবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। কাউন্সিলর পদের জন্য এসব কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

ইসির উপ-সচিব সামসুল আলম জানিয়েছেন, ২৮ এপ্রিল ভোটগ্রহণের সময় অনিয়মের কারণে তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। আগামী ১১ মে ওই কেন্দ্রগুলোতে আবারও ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে ইসি।

২৮ এপ্রিল কারচুপি ও ভোটকেন্দ্র ভাঙচুরের কারণে ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ৫৩ নম্বর ওয়ার্ডের শ্যামপুর আশরাফ মাস্টার উচ্চ বিদ্যালয় ও ৩৪ নম্বর ওয়ার্ডের পুরান ঢাকার সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছিল। ওই তিনটি কেন্দ্রের ফলাফলের ওপর নির্ভর করছে সংশ্লিষ্ট তিন ওয়ার্ডে কাউন্সিলর কারা হচ্ছেন।

ইতোমধ্যে ঢাকা উত্তর সিটির মেয়র পদে আসিনুল হক এবং ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত কাউন্সিলর। দক্ষিণ সিটিতে মেয়র পদে সাঈদ খোকন এবং ৫৪টি কাউন্সিলর ও ১৯টি সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে ইসি। তবে ডিএসসিসিতে কেন্দ্র স্থগিতের কারণে ৮, ৩৪ ও ৫৩ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি।

এদিকে চট্টগ্রাম সিটির মেয়র পদে আ. জ. ম. নাজির উদ্দিন এবং ৪১টি সাধারণ কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.