চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে চার লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২ মে) গভীররাতে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি আওলাদ-৪ লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় চার লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় । তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয় নি।
কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যন্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।