মডেলিংয়েও পারদর্শী মোহামেদ সালাহ

মডেলিংয়েও পারদর্শী মোহামেদ সালাহ।

ফুটবলার হিসেবে মোহামেদ সালাহর খ্যাতি জগতজোড়া। তবে তার আরেকটি সত্ত্বা আছে। সেটি হচ্ছে মডেলিং সত্ত্বা। এতেও দারুণ পারদর্শী তিনি।
বাজারে এসেছে ‘জিকে মিডল ইস্ট ম্যাগাজিনের’ সবশেষ ভার্সন। এর কভার পেজে রয়েছে সালাহর ছবি। তাতেই ফুটে উঠেছে তার মডেলিং সত্ত্বা।
ম্যাগাজিনটির কভার ফটোতে ভিন্ন লুকে দেখা গেছে সালাহকে। এমন পোশাকে তাকে কখনও দেখা যায়নি।
এক বিবৃতিতে ম্যাগাজিন কর্তৃপক্ষ জানিয়েছে, মডেলিংয়েও সুনিপুণ সালাহ। আমাদের কভার ফটোর জন্য তাকে শট দিতে বললে অল্প সময়ের মধ্যেই তা শেষ করেন। এতে কোনো জড়তা ছিল না। পেশাদার মডেলদের মতো সাবলীলভাবে শট দেন তিনি।
উল্লেখ্য, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বারবারি, প্রাডা, স্টোন আইল্যান্ড ও ওয়াই-থ্রির পোশাক পরে পোজ দেন সালাহ।
চলতি মৌসুমে ফর্মের মগডালে আছেন মিসরীয় কিং। ইতোমধ্যে করে ফেলেছেন ২৪ গোল। যেভাবে দৌড়াচ্ছেন তাতে অনুমিতভাবেই গত মৌসুমের চেয়ে নিজেকে ছাড়িয়ে যাবেন তিনি। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বমোট ৪৪ গোল করেন দ্য ফারাওখ্যাত ফুটবলার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.