গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত করা হবেঃ ইসি সচিব

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন।

আর এ কারণে আইন অনুযায়ী ওই আসনে নির্বাচন স্থগিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, ড. ফজলে রাব্বী চোধুরীর মৃত্যুতে আগামী ৩০ ডিসেম্বর ওই আসনে ভোটগ্রহণ আইন অনুযায়ী স্থগিত করা হবে। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওই আসনে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকে জামায়াত প্রার্থীরা নির্বাচন করতে পারবে কি না সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে জবাব দেবে কমিশন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.