বৃহৎ যাত্রীবাহী বিমান তৈরির পরিকল্পনা ফ্রান্সের।
রাশিয়া ও চীনের সাথে একীভূত হয়ে বৃহৎ আকারের যাত্রীবাহী বিমান তৈরির পরিকল্পনা করছে ফ্রান্সের বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলো। একথা জানিয়েছে ফ্রান্সের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
রাশিয়া আর চীনের বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে এরইমধ্যে চুক্তির প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। তবে নিষেধাজ্ঞার মধ্যে ফ্রান্স রাশিয়ার সাথে কীভাবে কাজ করবে তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
চীনের তৈরি ‘সিআর নাইন টু নাইন’ বিমানটি ২০২৩ সালে মেইডেন ফ্লাইট পরিচালনা করবে। প্রত্যাশা করা হচ্ছে, এটি বোয়িংয়ের সেভেন এইট সেভেন ও এয়ারবাসের এ থ্রি ফাইভ জিরো’কে টেক্কা দেবে। বিমানটির ২শ’ ৮০ জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে।