ফের চুটিয়ে প্রেম করছেন মোনালি

ফের চুটিয়ে প্রেম করছেন মোনালি।

কখনও তার গলা গেয়ে উঠছে ‘সওয়ার লু’, তো কখনও আবার তিনি গাইছেন ‘মোহ মোহ কে ধাগে’! রিয়্যালিটি শো’তে বিচারকের আসনেও আবার কখনও দেখা মিলছে তার। তিনি গায়িকা মোনালি ঠাকুর। আরেক গায়ক মেইয়াং চ্যাংয়ের সঙ্গে ব্রেক আপের পর মোনালি ঠাকুর আবার প্রেম করছেন। কিন্তু কে সেই প্রেমিক আর কবেই বা বিয়ে করছেন গায়িকা?

ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে তার প্রেমিকের আলাপ করিয়ে দিয়েছেন মোনালি নিজেই। প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে মোনালি লিখছেন, ‘আমার প্রেম! বন্ধুরা ওর নাম মাইক।’ মোনালির প্রেমিকের নাম মাইক রিচার। জার্মানির মাইক পেশায়ব্যবসায়ী।

মাইকের সঙ্গে আলাপ কিভাবে জমে উঠল? মোনালির কথায়, ‘আমার গার্ল গ্যাংয়ের সঙ্গে সুইজারল্যান্ড বেড়াতে গিয়েছিলাম। আর অনলাইনে মাইকের হোটেল আমরা বুক করেছিলাম। কিন্তু গিয়ে দেখি, একটাও বেড ফাঁকা নেই। মাইক আমাদের জন্য ওর বাড়ির বেডরুম ছেড়ে দিয়েছিল। আর নিজে সোফায় সারারাত ঘুমিয়েছিল। সেই আলাপ।’

বিদেশির সঙ্গে প্রেম করছেন বলে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই খোঁচা খেতে হচ্ছে মোনালিকে। গালমন্দও করতে ছাড়েন না কেউ কেউ। একজন তো ইনস্টাগ্রামে সোজা লিখে দিলেন, ‘তোমার সঙ্গে কে উনি? কোনো বাঙালিকে পছন্দ হলো না?’’

মোনালির কথা, ‘আমি এক্কেবারে ছাপোষা বাঙালি পরিবারের মেয়ে। আর মাইক বলে, তুমি যেভাবে ইংরেজি বলো, তাতেও একটা বাঙালি টান আছে।’ মোনালির গান খুব পছন্দ করেন মাইক। হাসতে হাসতে মোনালি বললেন, ‘মাইক সাওয়ার লু গাইলে মনে হয় যেন সাওয়ারি লু গাইছে!’

মোনালির গান পছন্দ করেন মাইকের মা-বাবাও। মাইক এবং মোনালি একে অন্যের মা-বাবার সঙ্গেও দেখা করেছেন। দুই পরিবারের মধ্যে খুবই ভালো সম্পর্ক।

কিন্তু বিয়েটা কবে করছেন? সুকৌশলে বিষয়টা পাশ কাটিয়ে মোনালির উত্তর, ‘আমিও ইউরোপ যাই মাইকের সঙ্গে দেখা করতে। আমার কোনো শো থাকলে বা এমনিও মাইক এখানে এসে আমার সঙ্গে দেখা করে যায়। জীবনে মাইককে পেয়ে আমি খুব খুশি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.