কৃপানের জায়গায় স্থান পেল তরবারি!

কৃপানের জায়গায় স্থান পেল তরবারি!

মুক্তির আগেই এক বিতর্কের জালে জড়িয়েছিল শাহরুখ খান অভিনীত ‘জিরো’ সিনেমা।
ভারতের শিখ সম্প্রদায়কে আঘাত করা হয়েছে এমন অভিযোগ আনা হয়েছিল এ ছবির বিরুদ্ধে।
আপত্তি ওঠে ছবির পোস্টারেই। যেখানে দেখা গেছে, অন্তর্বাস পরে কোমরে কৃপাণ নিয়ে দাঁড়িয়ে আছেন শাহরুখ খান।
আর শিখ ধর্মীয় রীতির কোড অব কনডাক্ট অনুযায়ী-কৃপান শুধু ‘অমৃতধারী’ (ব্যাপটাইজড) শিখরাই ধারণ করতে পারেন।
অভিযোগটি প্রথম আনেন ক্ষমতাসীন বিজেপি সরকারের এমএলএ মঞ্জিন্দর সিং শীর্ষা।
শুধু অভিযোগই নয়, এসব দৃশ্য সিনেমা থেকে বাদ দিতে ছবির পরিচালক ও ছবির মুখ্য ভূমিকায় অভিনেতা শাহরুখ খানকে একরকম হুশিয়ারি দেন তিনি।
তিনি জানিয়েছিলেন, যদি আপত্তিকর দৃশ্য বাদ দেয়া না হয়, তা হলে এ ছবি মুক্তির পর শিখ সম্প্রদায় সিনেমা হলে বিক্ষোভ দেখাবে।
সেই প্রেক্ষিতে এমন হুশিয়ারি আর শিখ সম্প্রদায়ের প্রবল আপত্তিতে অবশেষে সেই দৃশ্য সিনেমা থেকে বাদ দিয়েছেন জিরোর নির্মাতারা।
যে ছবিটি নিয়ে শিখ সম্প্রদায়ের আপত্তি:

বুধবার তারা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, মুম্বাই হাইকোর্টে একটি হলফনামা দাখিল করে পোস্টারের যে দৃশ্য নিয়ে শিখ সম্প্রদায়ের আপত্তি ছিল সেটা তারা বদলে দিয়েছেন। সেখানে শাহরুখের হাতে ধরিয়ে দেয়া হয়েছে একটা তরবারি।
রেড চিলিজ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শিখ সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দিতে চান না। তাই ভিজ্যুয়াল পরিবর্তন করে সেটিকে তরবারি করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে চিত্র নির্মাতা জানান, যদিও এটা একটা খেলনা কৃপাণ ছিল। তবুও আমরা রিস্ক নিতে চাইনা।
প্রসঙ্গত, আনন্দ এল রাই পরিচালিত জিরো সিনেমায় শাহরুখকে দেখা যাবে একজন বামনের চরিত্রে। ছবিতে আনুষ্কা শর্মা বিশেষ চাহিদাসম্পন্ন বৈজ্ঞানিক এবং ক্যাটরিনা কাইফকে অ্যালকোহলিক সুপারস্টার হিসেবে দেখা যাবে।
আজ শুক্রবার মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত জিরো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.