‘ভারতে মানুষের চেয়ে গরুর গুরুত্ব বেশি’
ভারতের উত্তরপ্রদেশের ক্ষমতাসীন দল বিজেপির এক এমএলএ ‘মানুষের চেয়ে গরুর গুরুত্বই বেশি’ বলে ইঙ্গিত দিলেন।
৩ ডিসেম্বর বুলন্দশহরের একটি জঙ্গলে প্রায় পঁচিশটি গরুকে মেরে ফেলার অভিযোগ করে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। সংগঠনটির লোকজন ট্রাক নিয়ে রাস্তা অবরোধ শুরু করে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে স্থানীয় থানার এসএইচও সুবোধ কুমার সিং ও সুমিত নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়। পিটিআই