ইরাকে ৩০০ ইয়াজিদিকে হত্যার অভিযোগ

86272b41a34877ef6bbc3b3b29c22121-Yazidiইরাকে সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের প্রায় ৩০০ জন জিম্মিকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার ইয়াজিদি ও ইরাকি কর্মকর্তাদের দাবির বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দেশটির মসুলের পশ্চিমাঞ্চলে কথিত এ হত্যাকাণ্ড ঘটেছে।
ইয়াজিদি প্রোগ্রেস পার্টির এক বিবৃতিতে দাবি করা হয়, গত শুক্রবার মসুল শহরের কাছে তাল আফার জেলায় ৩০০ জন ইয়াজিদি জিম্মিকে হত্যা করেছে আইএস জঙ্গিরা।
ইয়াজিদি সম্প্রদায়ের এই সদস্যদের কীভাবে বা কেন হত্যা করা হয়েছে, তা স্পষ্ট নয়।
হত্যাকাণ্ডের এই খবরকে লোমহর্ষক ও বর্বর বলে আখ্যায়িত করেছেন ইরাকি ভাইস প্রেসিডেন্ট ওসামা আল-নুজাইফি।
ইরাকে গত বছর ইয়াজিদি সম্প্রদায়ের হাজারো সদস্যকে জিম্মি করে আইএস।
এর আগেও আইএসের বিরুদ্ধে ইয়াজিদি সম্প্রদায়ের সদস্যদের গণহারে হত্যার অভিযোগ ওঠে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.