ভারত ছাড়ার ঘোষণা দিলেন অক্ষয় কুমার!

ভারত ছাড়ার ঘোষণা দিলেন অক্ষয় কুমার!

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ভারত ছাড়ার ঘোষণা দিয়েছেন। চলচ্চিত্র জগৎ থেকে অবসরে যাবার পর তিনি ভারত ছেড়ে কানাডায় স্থানীয় হবেন বলে জানিয়েছেন। খবর জিনিউজের।
সম্প্রতি কানাডার টরেন্টোতে এক অনুষ্ঠানে অক্ষয় নিজেকে কানাডার অধিবাসী দাবি করে জানান, অভিনয় জগৎ থেকে অবসর গ্রহণের পরে তিনি কানাডাতে স্থায়ীভাবে থেকে যেতে চান। তাঁর মতে, টরোন্টোই তাঁর ‘ঘর’।
এ বিষয়ে পরে অক্ষয় আর কোনো ব্যাখ্যা দেননি বা তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে অক্ষয় কুমার ইতিমধ্যেই কানাডার নাগরিকত্ব নিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। দুই বছর আগে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে তাঁর পাসপোর্ট পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, তিনি কানাডিয়ান পাসপোর্ট বহন করছেন।
অন্যদিকে উইকিপিডিয়ায় অক্ষয়কে কানাডিয়ান নাগরিক হিসেবে বর্ণনা করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.