শাহ আমানতে ৪০ স্বর্ণবারসহ আটক ২

gold-bar_134725চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বারসহ বাংলাদেশ বিমানের দুই কর্মচারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

রোববার সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো নিয়ে বেল্ট এলাকা অতিক্রমের সময় তাদের আটক করা হয়।

আটক বেলাল হোসেন ও শেখ কামাল বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগে সহকারী হিসেবে কর্মরত।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোকাদ্দেস হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা ফ্লাইটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। বিমানবন্দরের বেল্ট এলাকা অতিক্রম করার সময় এই দুই বিমান কর্মচারীর আচরণ সন্দেহজনক মনে হয়। এসময় তাদের আটক করে শরীরে তল্লাশি চালিয়ে ৪০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক স্বর্ণবারগুলোর মোট ওজন ৪ কেজি ৬০০ গ্রাম, যার দাম প্রায় দুই কোটি ৩০ লাখ টাকা।

বিমানের দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়েরর পর তাদের পুলিশে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.