হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীর কাছ থেকে বাংলাদেশের ৯৪টি জাল পাসপোর্ট আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
ওই যাত্রীর নাম মঞ্জুরুল হক। তাকেও আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের প্রিভেনটিভ গ্রুপের সহকারি রাজস্ব কর্মকর্তা (পরিদর্শক) মোস্তাফা জামান বলেন, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে মালয়েশিয়ার একটি ফ্লাইটে ঢাকায় আসেন মঞ্জুরুল। এসময় ফ্লাইটের যাত্রীদের তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ছবিবিহীন এ পাসপোর্টগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মতিঝিলে ইনার সার্কুলার রোডে মিম এন্টারপ্রাইজ নামে একটি আমদানি –রফতানি প্রতিষ্ঠান রয়েছে তার। মালয়েশিয়ায় অবস্থানরত রফিকুল ইসলাম নামে এক যাত্রী তার কাছে এ পাসপোর্টগুলো দিয়েছে।
তবে কাস্টমসের গোয়েন্দা কর্মকর্তাদের ধারনা, মঞ্জুরুল আদম ব্যবসায়ের সাথে জড়িত। পার্সপোটগুলো মালয়েশিয়ায় অবৈধভাবে তৈরি করা হয়েছে।এব্যাপারে কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা শফিকুল আলম বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেছেন।