ক্যারিয়ারের চেয়ে আমার কাছে পরিবার আগে: সোনম কাপুর

ক্যারিয়ারের চেয়ে আমার কাছে পরিবার আগে: সোনম কাপুর।

এ বছর বলিউডে আলোচিত বিয়েগুলোর মধ্যে অন্যতম সোনম কাপুরের বিয়ে। অনিল কন্যার বলিউড ক্যারিয়ারটা অনেকটা বিতর্ক ছাড়াই কেটেছে এখন পর্যন্ত। যেখানে অন্যান্য তারকা তাদের বিভিন্ন প্রেমের সম্পর্ক নিয়ে বিতর্কের তোপে পড়েন তেমন অভিজ্ঞতা সোনমের হয়নি বলা যায়।
বলিউডের স্টাইল আইকন খ্যাত এই তারকা নিজের ক্যারিয়ার যেভাবে ব্যালেন্স করেছেন তেমনি সম্পর্কের বিষয়টিও ব্যালেন্সে রেখেছেন। স্বামী আনন্দ আহুজার সঙ্গে তার সম্পর্কের রসায়ন সময়ের সাথে আরো গভীর হচ্ছে।

আপাতত নতুন ছবির ব্যস্ততা না থাকায় অবসর সময়টা স্বামীর সাথে ঘুরে কাটাচ্ছেন।

সম্প্রতি হাত ধরাধরি করে বিমানবন্দর থেকে বের হতে দেখা গেছে এই জুটিকে। হাসতে হাসতে বিমানবন্দর থেকে বের হওয়ার একটি ভিডিও টুইটারে ঘুরছে।

চলতি বছর সোনমের ক্যারিয়ারটাও বেশ ভালো গেছে। ‘প্যাডম্যান, ‘ভির দি ওয়েডিং’ ও ‘সাঞ্জু’ দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। সোনম বলেন, ‘ক্যারিয়ারের চেয়ে আমার কাছে পরিবার আগে। তবে কাজের বিষয়ে আমি সবসময় সিরিয়াস। যখন যা করি দায়িত্বের সাথেই করি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.