শাহ আমানত বিমানবন্দরে শামসুদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে যৌন উত্তেজক স্প্রেসহ আমদানি নিষিদ্ধ ৯ কেজি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে ওষুধগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম কাস্টমসের সহকারি পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, সকালে দুবাই থেকে আসা বিজি-০৪৮ এর একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। ফ্লাইটে আসা শামসুদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে যৌন উত্তেজক স্প্রেসহ আমদানি নিষিদ্ধ ৯ কেজি ওষুধ জব্দ করা হয়েছে। শামসুদ্দিনের পাসপোর্ট নং- ই ০১৬১৩৩৮। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।