থাই গণকবরে জীবিত এক বাংলাদেশি উদ্ধার

thailandথাইল্যান্ডের এক গণকবরে এক বাংলাদেশী নাগরিককে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে। মালয়েশিয়া সীমান্তের কাছে দেশটির সাদাও জেলার দুর্গম জঙ্গলের মাটি খুঁড়ে তাকে উদ্ধার করা হয়।
থাই কর্তৃপক্ষ ৩২ ব্যক্তির একটি গণকবরের সন্ধান পেয়েছে। ধারণা করা হচ্ছে এই হতভাগ্যরা বাংলাদেশ এবং মায়ানমারের নাগরিক।
আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, খবর পাওয়া গেছে সেখানে এক বাংলাদেশী নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই থাইল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এবং সোস্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটির সঙ্গে আলোচনা করেছে এবং ঘটনার বিস্তারিত জানতে চেয়েছে।
জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশীর কাছে দূতাবাসের কনস্যুলার টিমের পৌছানোর ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য থাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
এ ক্ষেত্রে থাই পররাষ্ট্র মন্ত্রণালয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। তারা আরো অবহিত করেন যে, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস থাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.