সালমানের জন্মদিনে কেন যাননি তাঁরা?
‘বলিউডের সুলতান’ সালমান খানের জন্মদিন। অথচ বলিউডের কিং খান শাহরুখ বা মিস্টার পারফেকশনিস্ট আমির গেলেন না! এ কেমন অনিয়ম! এ বছর সালমান খান তাঁর জন্মদিন উদ্যাপন করেছেন প্যানভেল খামারবাড়িতে। বন্ধু, আত্মীয়-স্বজন পরিবেষ্টিত হয়ে কাটানো এ দিনে বলিউডের দুই প্রিয়জন থাকলেন না কেন?
সালমান খানের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, সুস্মিতা সেনসহ আরও অনেকে। এ ছাড়া উপস্থিত ছিলেন সালমানের পরিবারের লোকেরা। উপস্থিত সবাই জানতে চেয়েছেন বাকি দুই খানের কথা।
জানা গেছে, দুর্ভাগ্যবশত আমির খান ও শাহরুখ খান দুজনই সালমানের জন্মদিনের এই সময়ে কাজে ব্যস্ত। এ কারণে দুজনের কেউই যেতে পারলেন না জন্মদিনের উৎসবে। ওই সময়ে আমির খান তাঁর ‘থাগস অব হিন্দোস্থান’ ছবির প্রচারণার কাজে ছিলেন চীনে। এমনকি এশিয়ার আরও বেশ কয়েকটি দেশে যাওয়ার তাড়া ছিল ‘থাগস অব হিন্দোস্থান’ ছবির এই নায়কের। তবে সালমানকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি তিনি। মাইক্রোব্লগ টুইটারে তিনি লিখেছেন, ‘হাই সালমান, তোমার জীবনে আনন্দ ফিরে ফিরে আসুক। এ জন্মদিন হোক শ্রেষ্ঠ। ভালোবাসা রইল।’
শাহরুখ খান তাঁর ‘জিরো’ ছবির প্রচারণা নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন। সালমানের জন্মদিনের সময়ে পরিচালক আনন্দ এল রাইকে নিয়ে তিনি তখন পাটনার পথে। ভোজপুরি অভিনেতা রবি কিষানের উপস্থাপনায় একটি টক শোতে উপস্থিত হওয়ার আগাম আমন্ত্রণ ছিল তাঁর।
তবে জন্মদিন একেবারে খারাপ কাটেনি বলিউডের ভাইজানের। অতিথিদের সঙ্গে নাচ-গান, আড্ডা, খাওয়াদাওয়ায় চমৎকার সময় কেটেছে তাঁর। সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে নাচ করার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এই অভিনয়শিল্পীর সঙ্গে ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’, ‘বিবি নাম্বার ওয়ান’ ও ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবিতে অভিনয় করেছিলেন সালমান। ছবির বাইরে সত্যিকারের আনন্দঘন এক মুহূর্তে খানিকটা সময় কাটালেন তাঁরা। টাইমস অব ইন্ডিয়া