বাংলাদেশ তৃতীয়বারের মতো নেপালে ত্রাণসামগ্রী পাঠাল

bimanবাংলাদেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালে তৃতীয়বারের মতো ত্রাণসামগ্রী পাঠিয়েছে। বিমানবাহিনীর সি-১৩০বি ফ্লাইটে এসব ত্রাণসামগ্রী প্রেরণ করা হয়।
আজ রবিবার ভোরে তাঁবু, ওষুধ, চিকিৎসা সরঞ্জামাদি, খাবার পানি এবং শুকনো খাবার নিয়ে বিমানবাহিনীর সি-১৩০বি পরিবহন বিমানের একটি ফ্লাইট নেপালের কাঠমান্ডু ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এবং ত্রাণ বিতরণ শেষে নেপাল থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা, এয়ার মুভমেন্ট, বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুতে প্রত্যাবর্তন করে।
প্রধানমন্ত্রীর নির্দেশে নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিমানবাহিনীর সি-১৩০বি পরিবহন বিমানের দুটি ফ্লাইটে ২৬ এপ্রিল ও ১ মে ত্রাণসামগ্রী পাঠানো হয়। প্রথম ফ্লাইটে একটি চিকিৎসক দলসহ বেশকিছু ত্রাণসামগ্রী এবং দ্বিতীয় ফ্লাইটে ওষুধ ও ত্রাণসামগ্রী প্রেরণ করা হয়।
বাংলাদেশ চিকিৎসক দল কাঠমান্ডু ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর হতে ২০ কিলোমিটার দূরে ললিতপুরে এবং সেখান থেকে ১৫ কিলোমিটার দূরে দুকুচাপায় ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সহায়তা প্রদান করছে।
তারা এ পর্যন্ত সর্বমোট ২ হাজার ১০ জনকে চিকিৎসাসেবা দিয়েছেন। এর মধ্যে ফ্রাকচার ও রিব ফ্রাকচার ৬৬ জন, স্পাইন ৯৪ জন, সামান্য আহত ১৮১ জন। এ ছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত ১,৬৬৯ জন।
ইতিমধ্যে বাংলাদেশ চিকিৎসক দলের কর্মকর্তারা বিভিন্ন সূত্র থেকে তাদের চিকিৎসা সহায়তা ও কর্মস্পৃহা সম্পর্কে সুনাম অর্জন করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.