আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের অবস্থান সুসংহত হচ্ছে : শিল্পমন্ত্রী

indexghশিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যুব সম্প্রদায়ের জন্য দেশব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার কারণে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুসংহত হচ্ছে।
গত শনিবার রাতে র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘টেকসই উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি)’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়া কলম্বো প্ল্যান স্টাফ কলেজের ফ্যাকাল্টি কনসালটেন্ট ড. জি কুলানথাইভেল, আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তব্য দেন। শিল্পমন্ত্রী বলেন, দেশের জনসম্পদকে সরকার অর্থনীতির একটি শক্তিশালী উপাদান হিসেবে বিবেচনা করছে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.