শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যুব সম্প্রদায়ের জন্য দেশব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার কারণে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুসংহত হচ্ছে।
গত শনিবার রাতে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘টেকসই উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি)’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়া কলম্বো প্ল্যান স্টাফ কলেজের ফ্যাকাল্টি কনসালটেন্ট ড. জি কুলানথাইভেল, আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তব্য দেন। শিল্পমন্ত্রী বলেন, দেশের জনসম্পদকে সরকার অর্থনীতির একটি শক্তিশালী উপাদান হিসেবে বিবেচনা করছে
আরও খবর