এভিয়েশন নিউজ: দেশীয় পর্যটন খাতের গতি বাড়াতে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে এ খাতের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূলক) কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি)।
রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএফটিডির চেয়ারম্যান এবং চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম হাকিম আলী বলেন, পর্যটন খাতের ওপর ১৫ শতাংশ মূসক আরোপ করা আছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ হার সর্বোচ্চ। প্রতিবেশী দেশগুলোতে মূসকের হার ৫ থেকে ৭ শতাংশ। দেশে মূসকের হার ৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএফটিডির নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে বাংলাদেশ সহজেই প্রতিবছর ২০০ থেকে ৩০০ কোটি ডলার আয় করতে পারে। সংবাদ সম্মেলনে পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।