দীপিকা-ক্যাটরিনার ওপরে চটেছেন আলিয়া

দীপিকা-ক্যাটরিনার ওপরে চটেছেন আলিয়া।

বছরজুড়ে বেশকিছু ভালো ছবিতে অভিনয়ের জন্য যেমন প্রশংসিত হয়েছেন ঠিক তেমন আলোচনায় ছিলেন রণবীর কাপুরের সাথে তার প্রেম রোমান্স নিয়ে। এদিকে রণবীর কাপুরের সাথে যে প্রেমের ঢোল মিডিয়াতে বাজতে শুরু করেছে, তারপর থেকেই আলিয়ার এই প্রেমিককে নিয়ে নানা কটু মন্তব্য করেছেন রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকারা। যেমন দীপিকা পাডুকোন বলেছেন, ‘রণবীরের কোনো স্থিরতা নেই। ওর চরিত্রের কোনো বৈশিষ্ট্য নেই।’

একইভাবে রণবীর কাপুরের আরেক প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘রণবীরকে ছাড়ার পর থেকে আমি নিজেকে খুঁজে পেয়েছি।’

এত এত নেতিবাচক মন্তব্যের পরও আলিয়া-রণবীরের সম্পর্কে এতটুকু চিড় ধরেনি। তবে এ নিয়ে বেজায় মন খারাপ আলিয়া ভাটের। এছাড়া এ ধরনের মন্তব্যে বেজায় চটেছেন আলিয়া।

এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘কেন আমার সাথে সম্পর্ক তৈরি হওয়ার পরই তারা রণবীর সম্পর্কে বাজে মন্তব্য করলো। আগে কেন করেনি!’ অন্যদিকে সম্প্রতি মিডিয়াও আলিয়াকে ‘আলিয়া কাপুর’ বলে সম্বোধন করা শুরু করেছে। এ নিয়েও একহাত নিয়েছেন তিনি সাংবাদিকদের। স্পষ্ট বলে দিয়েছেন, ‘আমি আলিয়া ভাট, আলিয়া কাপুর নই।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.