আয় কমেছে ফেইসবুকের।
বিজ্ঞাপন থেকে আয় কমেছে ফেইসবুকের। মূলত ২০১৮ সালের প্রথম প্রান্তিক থেকে তৃতীয় প্রান্তিকের হিসাব দেখলে তা বোঝা যায়।বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড মিডিয়া ইনডেক্সের বরাতে এমন খবর জানা গেছে।ওই প্রতিষ্ঠান বলছে, আগের বছরের তুলনায় ফেইসবুকের বিজ্ঞাপনী আয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ধীর গতি দেখা গেছে।যুক্তরাষ্ট্রের বাজারে গত বছরের প্রথম প্রান্তিকে ফেইসবুকের বিজ্ঞাপন থেকে আয় ছিল ৩৫ শতাংশ। যা দ্বিতীয় প্রান্তিকে কমে দাঁড়ায় ৩০ শতাংশে। আর তৃতীয় প্রান্তিকে সেই আয় একেবারে কমে ১৬ শতাংশে নামে।সোমবার ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, ২০০ কোটি ব্যবহারকারীর ফেইসবুকের ডেটা ও প্রাইভেসি বিষয়ে ২০১৮ সালটিতে খুব সমালোচনায় পড়তে হয়েছিল।ফেইসবুকের বিজ্ঞাপনী আয় কমে যাবার অন্যতম কারণ হচ্ছে, অনেক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বছরটিতে বিজ্ঞাপন নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চায়নি। তাই তারা পদক্ষেপগুলো সাবধানে নিয়েছে।ফোর্বস বলছে, বিশ্বে বিজ্ঞাপন থেকে ফেইসবুক ৫ হাজার ৪৪০ কোটি ডলার আয়ের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আয় করেছে দুই হাজার ৩০০ মিলিয়ন মার্কিন ডলার।