ফের প্রেমে মজেছেন ইরিনা…!

8he25v24 copyরাশিয়ান মডেল ও অভিনেত্রী ইরিনা শায়েক, নানা সময়ে বিতর্কিত কাণ্ডকারখানা ঘটিয়ে এসেছেন আলোচনায়। সর্বশেষ তিনি পর্তুগাল জাতীয় দল ও স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদের অন্যতম ফুটবল স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে দীর্ঘ দিনের সম্পর্কের ইতি টেনে এসেছেন আলোচনায়।

তবে ফের তিনি সম্পর্কের খবর নিয়েই আলোচনায় আসলেন, তবে এবার আর রোনালদো কিংবা কোনো স্পোর্টসম্যানের সাথে নয়, তাকে নাকি সদ্য দেখা গেছে হলিউড সুপারস্টার ব্র্যাদডলি কুপারের সাথে! সম্প্রতি হোয়াইট হাউজের আমন্ত্রণে একটি ডিনার পার্টিতে খুবই ঘনিষ্ঠভাবে নাকি অনেকের চোখে পড়েছেন ইরিনা ও কুপার।

তাই অনেকেই আগ বাড়িয়ে বলাও শুরু করে দিয়েছে যে, রোনালদোর সাথে পাঠ চুকিয়ে ইরিনা এবার মজেছে অভিনেতা কুপারের প্রেমে। যদিও এ বিষয়ে ইরিনা বা কুপার কেউ কোনো মন্তব্য করেন নি।

আপাতত গুজব হলেও কুপারের সাথে ইরিনার সম্পর্কের সম্ভাবনার কথা কেউ উড়িয়ে দিচ্ছেন না। কারণ চলতি বছরের শুরুতেই যে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে সম্পর্কের পাঠ চুকিয়ে নিয়েছেন রাশিয়ান মডেল ইরিনা শায়েক…

উল্লেখ্য, ইরিনা একজন রুশ মডেল এবং অভিনেত্রী। যিনি ২০০৭ এবং ২০১৪ সালের মধ্যে স্পোর্টস ইলাস্ট্রেটেড সুইমশ্যুট সংখ্যার জন্যে পরিচিত। তিনি ২০১১ সালের সংখ্যার প্রচ্ছদ মডেল ছিলেন। প্রচুরি টিভি সিরিজে অভিনয় ছাড়াও ‘হারকিউলিস’ নামের একটি ব্যবসায়ী সফল সিনেমায় অভিনয় করেছেন ইরিনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.