ইন্টারনেট ব্যবহারে ডাবল বোনাস ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
ক্যাম্পেইনটির আওতায় রবির প্রিপেইড গ্রাহকরা ইজিলোড রিচার্জের মাধ্যমে এক জিবি ও দুই জিবি ইন্টারনেট প্যাক এ্যাক্টিভ করলে শতকরা ১০০ ভাগ বোনাস উপভোগ করতে পারবেন। সোমবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইন চলাকালে রবি গ্রাহকরা ৩১৬ টাকা রিচার্জে কেনা এক জিবি ইন্টারনেটের পাশাপাশি এক জিবি বোনাস ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যার মেয়াদ হবে ৩০ দিন। অন্যদিকে ৩৯৯ টাকায় ৩০ দিন মেয়াদী দুই জিবি ইন্টারনেটের সাথে আরও দুই জিবি বোনাস উপভোগ করতে পারবেন গ্রাহক। ২০১৫ সালের ২ জুন পর্যন্ত অফারটি কার্যকর থাকবে।