বেসামরিক বিমানের প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করছে দুদক

বেসামরিক বিমানের প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করছে দুদক।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) আগামী সপ্তাহে এ মামলা করবে। আজ বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এ মামলার অনুমোদন দেওয়া হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী সপ্তাহে সংস্থার চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মাহবুবুল আলম এ মামলা করবেন।

দুদক সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেরা লাভবান হয়ে অন্যকে লাভবান করার উদ্দেশ্যে প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী জেনারেটর সরবরাহ করেননি। উপরন্তু ৬০ লাখ ৫০ হাজার টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন। তাই তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ছয়টি ধারায় অভিযোগ এনে মামলার অনুমোদন দিয়েছে কমিশনের সভা।

মামলায় যাঁদের আসামি করা হচ্ছে তাঁরা হলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পিঅ্যান্ডডি/কিউএস সার্কেল, কুর্মিটোলা) মো. শহীদুল আফরোজ, নির্বাহী প্রকৌশলী মিহির চাঁদ দে, কক্সবাজার বিমানবন্দরের সাবেক ব্যবস্থাপক (বর্তমানে রাডার অ্যাপ্রোচ কন্ট্রোলার, শাহ আমানত বিমানবন্দর) মো. হাসান জহির, কক্সবাজার বিমানবন্দর ব্যবস্থাপকের কার্যালয়ের সাবেক সিনিয়র উপসহকারী প্রকৌশলী (বর্তমানে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পে কর্মরত) শহীদুল ইসলাম মণ্ডল, সাবেক সহকারী প্রকৌশলী (ই/এম) ভবেশ চন্দ্র সরকার এবং মেসার্স ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডার্সের মো. শাহাবুদ্দিন।

সূত্রঃ প্রথম আলো

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.